Bipin Rawat Demise: কুয়াশা থাকলেও এই ধরনের বিমানের সমস্যা হওয়ার কথা না: প্রাক্তন সেনাকর্তা কে কে গঙ্গোপাধ্যায় Bangla News
হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ, জেনারেল বিপিন রাওয়াত (Bipin Rawat)। কপ্টার ভেঙে মৃত্যু হয়েছে তাঁর স্ত্রী-সহ আরও বারোজনের। এ বিষয় প্রাক্তন সেনাকর্তা কে কে গঙ্গোপাধ্যায় বলেন, যেখানে এই ঘটনাটি ঘটেছে, সেখানে এমন কোনও জঙ্গল নেই যা এমন একটা ঘটনা ঘটাতে পারে। আমার মনে হয়, হেলিকপ্টারটিকে খুব ভালো করে চেক করা হয়েছিল। যখন এমন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব স্বপরিবারে এই বিমানে যাচ্ছেন, তখন খুব ভাল করে হেলিকপ্টারটি চেক করা হবে সেই বিষয় কোনও সন্দেহ নেই। সমস্ত কিছু হওয়ার পরেও প্রত্যক্ষদর্শীর কথা অনুযায়ী আগেই কপ্টারটিতে আগুন ধরে যায়। হতে পারে কুয়াশার সম্মুখীন হয়েছিলেন তাঁরা। কিন্তু কুয়াশার মধ্যেও বিমান চালানোর ক্ষেত্রে কোনও অসুবিধা হওয়ার কথা না।

ট্রেন্ডিং
সেরা শিরোনাম
