এক্সপ্লোর
Bombing at Narkeldanga: 'কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই', নারকেলডাঙার বোমাবাজির ঘটনায় বাড়ির মালিক
নারকেলডাঙার বোমাবাজির ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। গতকাল রাত ১০টা নাগাদ ষষ্ঠীতলা রোডের একটি বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠেছে। ঘটনায় বেশ কিছুটা ক্ষতিগ্রস্থ হয়েছে বাড়িটি। আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। তাঁরা জানিয়েছেন, যে তাঁরা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত সেই বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন ওই বাড়ির বাসিন্দারা। কী কারণে এই বোমাবাজি তা এখনও স্পষ্ট নয়। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে নারকেলডাঙা থানার পুলিশ। ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করেছে পুলিশ। ফরেন্সিক তদন্তের জন্য সেগুলি পাঠানো হচ্ছে।
জেলার
ব্যারাকপুর ক্যান্টনমেন্টে বসানো হল স্বামী বিবেকানন্দের মূর্তি। উদ্যোক্তা ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন।
আরও দেখুন

















