Bridge Collapse: সিতাইয়ে ব্রিজ ভেঙে বিপত্তি, ভেঙে পড়ল গিরিধারী নদীর উপর নির্মিত সেতু
ABP Ananda LIVE: সিতাইয়ে ব্রিজ ভেঙে বিপত্তি। ভেঙে পড়ল গিরিধারী নদীর উপর নির্মিত সেতু। ইট বোঝাই গাড়ি যাওয়ার সময় ভেঙে পড়ে সেতুর মাঝের অংশ। ভেঙে পড়া সেতুর মধ্যেই আটকে পড়ে ট্রাকটি। বেশ কিছুদিন ধরেই বেহাল অবস্থা সেতুটির। এর আগেও সেতু মেরামতির দাবি জানানো হয়েছে। পরিদর্শন হয়েছে, কিন্তু কোনও কাজ হয়নি, দাবি স্থানীয় বাসিন্দাদের। বেহাল সেতুর উপর দিয়ে মালবাহী যান চলাচল নিষিদ্ধ রয়েছে। বিষয়টি পুলিশকে জানিয়েছি। পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। জানিয়েছেন সিতাই ব্লক সমষ্টি উন্নয়নের আধিকারিক নিবিড় কুমার মণ্ডল।
অনুব্রত নয় কাজল শেখের ওপর আস্থা সাঁইথিয়ার বনগ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান ও কর্মীদের
কুকথা কাণ্ডে ৬দিন পার, এখনও হাজিরা দিলেন না অনুব্রত। অনুব্রত-প্রশ্নে এখনও হাত গুটিয়ে বসে পুলিশ। এবার অনুব্রত মণ্ডলের ওপর কি আস্থা হারাচ্ছেন শাসক দলের নেতা-কর্মীরাই ? বীরভূমে কি ক্ষমতার হাতবদল ? অনুব্রত মণ্ডল নয় কাজল শেখের ওপর আস্থা সাঁইথিয়ার বনগ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান ও শাসক দলের কর্মীদের। প্রান্তিকে কাজল শেখের সঙ্গে সাক্ষাৎ সাঁইথিয়ার বনগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ কয়েকজন তৃণমূল কর্মী ও স্থানীয় নেতৃত্বের। শাসক দলের প্রায় ১০০ জন নেতা-কর্মী দেখা করলেন কাজল শেখের সঙ্গে। অনুব্রত মণ্ডলের সঙ্গে থাকব না, এবার থেকে চলব কাজল শেখের নেতৃত্বে, প্রতিক্রিয়া উপপ্রধান সহ শাসক দলের নেতা-কর্মীদের। সাঁইথিয়া বিধানসভার বনগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ কয়েকজন তৃণমূল কর্মী ও স্থানীয় নেতৃত্ব প্রায় ১০০ জন কাজল শেখের সঙ্গে প্রান্তিকে দেখা করল তৃণমূলের দলীয় অফিসে। অনুব্রত মণ্ডলের সঙ্গে থাকবে না, চলতে চায় কাজল শেখের।

















