এক্সপ্লোর
Bob Biswas: ‘বব বিশ্বাস’-এর শ্যুটিংয়ে কলকাতায় অভিষেক বচ্চন, চিত্রাঙ্গদা সিংহ
কলকাতায় ‘বব বিশ্বাস’। না, সুজয় ঘোষের ছবি কাহানির সেই বব বিশ্বাস নয়। এই বব বিশ্বাস সুজয় ঘোষের মেয়ে দিয়া অন্নপূর্ণা ঘোষের ছবির মুখ্য চরিত্র। বব বিশ্বাসের এই লুকেই কলকাতায় শ্যুটিংয়ে ফিরলেন অভিষেক বচ্চন। অভিষেক বচ্চনের সঙ্গে শ্যুটিংয়ে হাজির চিত্রাঙ্গদা সিংহও। ২৩ তারিখ রাতেই কলকাতায় পৌঁছে গিয়েছিলেন অভিষেক বচ্চন। বুধবার সকাল থেকেই শুরু হয়ে গেল ‘বব বিশ্বাস’-এর শ্যুটিং। পঞ্চসায়র, শোভাবাজার, বাগবাজার, পাটুলির ফ্লোটিং মার্কেট, ময়দান এলাকায় শ্যুটিং চলবে। এই ছবিটি প্রযোজনা করছে শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।
Tags :
Bob Biswasআরও দেখুন

















