এক্সপ্লোর
করোনা আক্রান্ত, মাস্ক পরেই হলুদ শাড়ি-গয়নায় নিজের হাতে মা লক্ষ্মীকে সাজালেন অপরাজিতা
আজ লক্ষ্মী পুজো। ধনদেবীর আরাধনায় মাতেন আপামর বাঙালি। সেলেবরাও নিজেদের বাড়িতে এই দিনটিতে আরধনা করেন দেবীর। অভিনেত্রী অপরাজিতা আঢ্য প্রতি বছর এই দিন ঘটা করে দেবীর আরাধনায় মাতেন। তবে এবার করোনা আক্রান্ত হওয়ায় সপরিবারে হোম আইসোলেনশনে রয়েছেন অভিনেত্রী। ঘটা করে না হলেও পরিবারের সদস্যদের সঙ্গে মা লক্ষ্মীর আরাধনা করেছেন তিনি। হলুদ শাড়ি ও গয়নায় নিজের হাতে মা-কে সাজিয়েছেন অপরাজিতা। নিজেই ভিডিও বানিয়ে পাঠিয়েছেন এবিপি আনন্দের দর্শকদের জন্য।
আরও দেখুন

















