Chhath Puja 2020: গা-জোয়ারি! Rabindra Sarobar-এ পুজো করতে দিতেই হবে, জেদ পুণ্যার্থীদের! কড়া প্রশাসন
আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও গা জোয়ারি। রবীন্দ্র সরোবরে Chhath Puja করার দাবিতে বিক্ষোভ। পুণ্যার্থীদের আটকাতে তৈরি প্রশাসন। কিছুক্ষণ আগেই Rabindra Sarobar-এর তিন নম্বর গেটে উত্তেজনা তৈরি হয়েছিল। তিন নম্বর গেটের কাছেই থাকা রেলগেটে মোতায়েন করা হয়েছে RPF।
আজ ছটপুজো। আজ সূর্যাস্ত থেকে পুজো শুরু হবে, চলবে আগামীকাল সূর্যোদয় পর্যন্ত। আদালতের নির্দেশে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে নিষিদ্ধ করা হয়েছে ছটপুজো। আগামীকাল দুপুর পর্যন্ত বন্ধ থাকবে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবর।
কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রবীন্দ্র সরোবর। গেটে ঝুলছে তালা। এছাড়াও, বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করে ঘিরে দেওয়া হয়েছে গেটগুলি। বিভিন্ন গেটে পুলিশ মোতায়েন করা হয়েছে। রয়েছেন অ্যাসিন্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসাররা। সরোবরে প্রাতর্ভ্রমণকারীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তাঁরা প্রশাসনিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।