এক্সপ্লোর
আশুতোষ কলেজের ইংরেজির মেধা তালিকায় প্রথমেই সানি লিওনি! উচ্চ মাধ্যমিকে সব বিষয়ে পেয়েছেন ১০০ য় ১০০
আশুতোষ কলেজের ইংরেজির মেধা তালিকায় এক নম্বরে সানি লিওনি! সব বিষয়ে একশোয় একশো পেয়ে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ সানি লিওনি! ইংরেজি নিয়ে পড়তে চেয়ে আশুতোষ কলেজে আবেদন। শোরগোল শুরু হতে মেধা তালিকা থেকে নাম সরাল কলেজ কর্তৃপক্ষ। ভুয়ো আবেদন বলেই মনে করছে কর্তৃপক্ষ।
আরও দেখুন

















