এক্সপ্লোর
Advertisement
Rajib Banerjee Resigns From Ministry: 'সেচ দফতর থেকে সরিয়ে দেওয়ার পর সৌজন্য দেখাননি মুখ্যমন্ত্রী', পদত্যাগের পর জানালেন রাজীব
রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। তিনি বলেন, "আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি দীর্ঘদিন কাজ করার সুযোগ দিয়েছেন। মানুষ আমার কাজের বিচার করবেন। আজ রাজীব বন্দ্যোপাধ্যায় হওয়ার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অবদান অনস্বীকার্য। আমি চিরকাল তাঁর প্রতি শ্রদ্ধাশীল থাকব। আমি অনেক ক্ষোভ থেকেই এই সিদ্ধান্ত নিয়েছি। কেউ চিরকাল একটি দফতরের মন্ত্রী থাকেন না। আমায় যে যে দফতরের দায়িত্ব দেওয়া হয়েছিল, নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। সেচ দফতর থেকে আমাকে সরিয়ে দেওয়া হয়েছিল। আমায় সরিয়ে দেওয়ার পর সৌজন্য আশা করেছিলাম মুখ্যমন্ত্রীর থেকে। ওনার থেকে সতীর্থদের প্রতি আর একটু সৌজন্যের আশা করেছিলাম। কিন্তু উনি কোনও সৌজন্য দেখাননি। আমি মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। বাংলার মানুষের জন্য আমি আমরণ কাজ করে যাব। বিগত এক-দেড় মাস কিছু কথা আমাকে অত্যন্ত আঘাত করেছে, আহত করেছে। আমাকে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে। হয়তো এই সিদ্ধান্ত আমি নিতাম না কিন্তু গত এক মাস আমি মানসিকভাবে আঘাত পেয়েছি আমার সতীর্থদের কথায়, তা থেকে আমি এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আমি কোনওদিন ভাবিনি আমাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হবে। দয়া করে আমাকে কেউ ভুল বুঝবেন না।", চোখ মুছতে মুছতে সাংবাদিকদের জানালেন রাজীব।
Tags :
State Forest Ministry Rajib Banerjee Resigns Rajib Banerjee WB Polls 2021 With ABP Ananda WB Elections 2021 TMC BJP WB Elections West Bengal Elections With ABP Ananda WB Elections With ABP Ananda Congress WB Election 2021 WB Election Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Polls Mamata Banerjee Bengal Election 2021 Bengal Electionsআরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement