এক্সপ্লোর
হাসপাতালকে সংক্রমণ মুক্ত করতে রামকৃষ্ণ মিশনের সেবা প্রতিষ্ঠানের এমার্জেন্সি বিভাগে বসানো হল শাইকোক্যান
রোগগ্রস্ত মানুষ সুস্থ হতে যান হাসপাতালে। তাই হাসপাতালকে রাখতে হবে সংক্রমণমুক্ত। সেই লক্ষ্যেই কলকাতায় রামকৃষ্ণ মিশনের সেবা প্রতিষ্ঠানের এমার্জেন্সি বিভাগে বসানো হল বিশেষ যন্ত্র। সংক্ষিপ্ত নাম শাইকোক্যান।
আরও দেখুন
















