Congress News: কসবাকাণ্ডের প্রতিবাদে খিদিরপুরে কংগ্রেসের বিক্ষোভ
ABP Ananda LIVE: কসবাকাণ্ডের প্রতিবাদে এবার খিদিরপুরে কংগ্রেসের তরফে বিক্ষোভ প্রদর্শন। দক্ষিণ কলকাতার খিদিরপুর, মোমিনপুর থেকে কংগ্রেসের তরফে প্রতিবাদ মিছিল বের করা হয়। এই মিছিল খিদিরপুর থেকে শুরু করে শেষ হওয়ার কথা রয়েছে ফ্যান্সি মার্কেটে। কালীগঞ্জের ঘটনা সহ ল' কলেজে ছাত্রীকে নির্যাতনের ঘটনার পর্তিবাদে এই মিছিল।
'এরপরেও মুখ্যমন্ত্রী বলতে পারেন এগিয়ে বাংলা মডেল চালাচ্ছি !' তোপ সুকান্তর
কসবাকাণ্ডে বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার সুকান্ত-সহ বিজেপি নেতা-কর্মীরা ।কসবাকাণ্ডে প্রতিবাদে নেমে লকাপে, রাত কাটল সুকান্তর।সুকান্তদের গ্রেফতারির প্রতিবাদে লালবাজারের সামনে বিজেপির বিক্ষোভে তুলকালাম। ১৬৩ ধারা অমান্যের অভিযোগে ৩ কাউন্সিলর আটক। কসবাকাণ্ডে বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার সুকান্ত-সহ বিজেপি নেতা-কর্মীরা ।গ্রেফতারির পর বেল নিতে নারাজ সুকান্ত, জগন্নাথরা। শনিবার দুপুরে গ্রেফতার, রবিবার সকালে জেলমুক্ত সুকান্ত।

















