Covid Rules: সঠিক করোনা বিধি মেনে খোলা জায়গায় করা যাবে মেলা। Bangla News
সঠিক করোনা বিধি মেনে খোলা জায়গায় করা যাবে মেলা। নতুন নির্দেশিকা জারি রাজ্য সরকারের। বিয়ের অনুষ্ঠানেও ২০০ জনের উপস্থিতিতে ছাড়পত্র। ২০০ জন অথবা অনুষ্ঠান গৃহের ৫০% উপস্থিতিতে ছাড়। নির্দেশিকা জারি করল রাজ্য সরকার।
যে ভাবে মন্তব্য করা হচ্ছে তা দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য যথেষ্ট। কারও কোনও বক্তব্য থাকলে দলের মধ্যে বলুন। যারা দলের আদর্শে বিশ্বাসী, তাঁরা এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকুন। প্রত্যেকের সঙ্গে মহাসচিব হিসেবে কথা বলেছি। বিরোধীরা চেয়েছিলেন ভোট পণ্ড করতে। তা সত্ত্বেও রাজ্য নির্বাচন কমিশন ভোট ঘোষণা করেছে। তৃণমূল প্রথম থেকেই কোভিড বিধি মেনে ভোট করার কথা বলেছে। কমিশন যেভাবে নির্দেশ দেবে, সেভাবেই ভোট হবে। মত পার্থ চট্টোপাধ্যায়ের।
![Chok Bhanga Chota: মহাকুম্ভের পথে বিপর্যয়, নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত ১৮ | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/17/095e0d51ece68b14630ae0b3ff600c4e1726584047480967_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)