Cyber Crime: সোশ্যাল মিডিয়ায় 'আপত্তিকর পোষ্ট', অর্কদীপকে ২ দিনের পুলিশ হেফাজত
অবশেষে গ্রেফতার করা হল উত্তরপাড়ার তৃণমূল নেতার ছেলে অর্কদীপ কুণ্ডুকে। গতকাল রাতে বারাসাত থেকে তাকে গ্রেফতার করেছে বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগের পুলিশ। এক পুলিশকর্তার মেয়ের মোবাইল নম্বর অন্য মহিলার ছবির সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকরভাবে পোস্ট করার অভিযোগ গ্রেফতার করা হল অর্কদীপকে। অভিযোগ পাওয়ার প্রায় ১ মাস পরে অবশেষে গ্রেফতার করা হল তাকে। গত মাসের ১২ তারিখ ডিএসপি পদমর্যাদার পুলিশ আধিকারিকের মেয়ে অর্কদীপের বিরুদ্ধে সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেন। তাকে বিধাননগর আদালতে পেশ করা হলে দুই দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, অর্কদীপকে ৭ দিনের জন্য হেফাজতে চেয়েছিল পুলিশ।

















