DA Protest: সুপ্রিম কোর্টের নির্দেশ মতো DA না মেটালে ফের আন্দোলনের নামার হুঁশিয়ারি সংগ্রামী যৌথমঞ্চের
ABP Ananda live: সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বকেয়া DA-র ২৫% না মেটালে ফের আন্দোলনের নামার হুঁশিয়ারি সংগ্রামী যৌথমঞ্চের। '২৭ তারিখ পর্যন্ত দেখব, না হলে নবান্নমুখী আন্দোলন....'বললেন ভাস্কর ঘোষ।
কাঞ্চনজঙ্ঘা জয় করতে গিয়ে অসুস্থ, সামিটের কাছে গিয়েও ফিরতে হল পিয়ালি বসাককে
কাঞ্চনজঙ্ঘা জয় করতে গিয়ে অসুস্থ, সামিটের কাছে গিয়েও ফিরতে হল পিয়ালি বসাককে ।নেপাল থেকে চন্দননগরের বাড়িতে ফিরলেন এভারেস্টজয়ী পর্বতারোহী।কোথায় থামতে হয়, জানা উচিত, মন্তব্য পিয়ালির ।গত ৭ এপ্রিল কাঞ্চনজঙ্ঘা অভিযানে যান চন্দননগরের পর্বতারোহী পিয়ালি।ক্যাম্প ফোরে পৌঁছনোর পর জ্বর, সর্দিকাশি শুরু হয় পিয়ালির ।ওষুধ খেয়ে নিজে সুস্থ হলেও শেরপারা অসুস্থ হয়ে পড়ায় এগোতে পারেননি পিয়ালি।আবহাওয়া খারাপ হতে থাকায় ঝুঁকি না নিয়ে ফেরার সিদ্ধান্ত নেন পিয়ালি।'পাহাড়ে যতটা উঠবেন, ততটাই ফিরে আসার ক্ষমতা থাকা প্রয়োজন'।জীবন থাকলে ফের অভিযান, মন্তব্য এভারেস্টজয়ী পিয়ালির ।২০২২ সালে এভারেস্ট জয় করেন চন্দননগরের পর্বতারোহী।এছাড়া ৮০০০ মিটার উচ্চতার একাধিক শৃঙ্গ জয় করেছেন পিয়ালি ।মানাসুলু, ধৌলাগিরি, লোৎসে, অন্নপূর্ণা, মাকালু জয় করেছেন পিয়ালি।

















