Jukti Takko: 'মানুষ চাইছে জীবনযাপনে বিঘ্ন না ঘটিয়ে যুদ্ধজয়ের স্বাদ নেব', কী বললেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস ?
ABP Ananda LIVE: 'আমজনতা শুধু বদলা চায়, নিরাপত্তা চায় । গোটা দেশের মানুষ ফুঁসছে । শুধু জল, ভিসা বন্ধ করলে ক্ষোভ মিটবে বলে মনে হয় না । মানুষ চাইছে সহিংস পদ্ধতিতে বদলা । মানুষ চাইছে জীবনযাপনে বিঘ্ন না ঘটিয়ে যুদ্ধজয়ে স্বাদ নেব । যুদ্ধ জয় হলে অনেকবছর ভোটের পালে হাওয়া পাওয়া যায় । পাকিস্তান সরকার মাঝে মাঝে জানতেও পারে না ISI কী করে । ধর্মীয় দৃষ্টিকোণ পাকিস্তান থেকে ঢোকানো হয়েছে । ওরা ভেবেছিল ২০ কোটি মুসলিমের উপর হিন্দুরা ঝাঁপিয়ে পড়বে । তা না হওয়ায় পাকিস্তানের ছক বানচাল । শুনছি পাকিস্তানের সেনাবাহিনীতে এখন ইস্তফার ধুম পড়েছে । উল্টে মুসলিমরাও এখন হামলার প্রতিবাদে রাস্তায় নেমে গেছে', যুক্তি , তক্কো অনুষ্ঠানে এসে বললেন ব্রিগেডিয়ায় দেবাশিস দাস


















