Adhir Chowdhury: 'সরকার বিরোধী মানসিকতা থেকেই ভোট দিয়েছেন মানুষ', আক্রমণ অধীরের
ABP Ananda Live: 'আপ এখানে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থেকে সরকারি বিরোধী মানসিকতা তৈরি হয়েছিল। যখনই ভোট আসে তখনই কতগুলো বড় বড় মানুষকে প্রলোভিত করার জন্য বড় বড় কিছু প্রস্তাব দেওয়া হয়। বাস্তবে দিল্লিতে মানুষ পরিষেবা যা চাইছে মানুষ তা পাচ্ছিল না। একদিকে সরকার বিরোধী মানসিকতা তৈরি হচ্ছিল, উল্টোদিকে বিজেপি তার সমস্ত কিছু দিয়ে চেষ্টা করে গেছে'। আক্রমণ অধীরের।
নিজের কেন্দ্র নয়াদিল্লিতে পরাজিত হয়েছেন কেজরিওয়াল। প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীশ সিসৌদিয়া, প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনও পরাজিত হয়েছেন। তাই অতিশীর জয় আম আদমি পার্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনে দিল্লি বিধানসভায় কেজরিওয়াল, সিসৌদিয়াদের অনুপস্থিতিতে দলকে তিনি নেতৃত্ব দিতে পারেন বলে মনে করা হচ্ছে। তাই বিষাদের মধ্যেও আশার আলো দেখছেন সমর্থকদের অনেকে। এই নির্বাচন অতিশীকে নেত্রী হিসেবে আরও পরিণত করবে, বিজেপি বিরোধী শিবিরে মহিলা রাজনীতিক হিসেবে দেশের রাজনীতিতেও তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন বলে মনে করা হচ্ছে।


















