WB News: 'মনে হচ্ছে ব্রিটিশ প্রশ্ন কর্তারা প্রশ্ন করেছেন', মন্তব্য শিক্ষাবিদ চিন্ময় গুহ-র
ABP Ananda LIVE: 'মনে হচ্ছে ব্রিটিশ প্রশ্ন কর্তারা প্রশ্ন করেছে স্বাধীনতার আগে', প্রশ্ন-বিতর্কে মন্তব্য শিক্ষাবিদ চিন্ময় গুহ-র। বিদ্য়াসাগর বিশ্ববিদ্য়ালয়ের ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে তোলপাড়া রাজ্য। তবে এই প্রথম নয়। এর আগেও ক্লাস এইটের বইয়ে, ‘সন্ত্রাসবাদী কার্যকলাপ’ শীর্ষক অধ্যায়ে উল্লেখ করা হয়েছিল বাংলার বীর সন্তান ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকী সহ বিনয়-বাদল-দীনেশের কথা। যা নিয়ে বিধানসভায় উঠেছিল তর্ক-বিতর্কের ঝড়। বিধানসভায় দাঁড়িয়ে ভুল স্বীকার করেছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ৬ বছর পর ফের সেই ভুলেরই পুনরাবৃত্তি কেন? প্রশ্ন উঠছে।
এবার রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন-বিতর্কে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়
পরীক্ষা শেষ হওয়ার আগেই পরীক্ষা বাতিল! এবার রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন-বিতর্কে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় । ইতিহাসের প্রশ্নে বিপ্লবীকে 'সন্ত্রাসবাদী', রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নেও বিতর্ক! ষষ্ঠ সিমেস্টারের রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা শেষের আগেই পরীক্ষা বাতিল । সিলেবাসের বাইরে প্রশ্ন থাকায় পরীক্ষা বাতিল, জানাল বিশ্ববিদ্যালয় পরীক্ষা শেষ হওয়ার আগেই বাতিল, পরীক্ষার্থীদের চরম হয়রানি


















