Kasba News: কসবা ল’ কলেজের ঘটনায় এবার ধৃত মনোজিৎ মিশ্র-সহ অভিযুক্তদের গেট প্যাটার্ন পরীক্ষা
ABP Ananda LIVE: কসবায় সাউথ ক্যালকাটা ল’ কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণকাণ্ডে প্রাক্তন TMCP নেতা মনোজিৎ মিশ্র-সহ অভিযুক্তদের গেট প্যাটার্ন পরীক্ষা করা হবে। আজই প্রেসিডেন্সি জেলে গিয়ে মনোজিৎ ছাড়াও দুই পড়ুয়া প্রমিত মুখোপাধ্যায় ও জেব আহমেদের গেট প্যাটার্ন পরীক্ষা করাবে পুলিশ। এই পরীক্ষার মাধ্যমে অভিযুক্তদের হাঁটাচলার ছবি তুলে তা CC ক্যামেরার ফুটেজের সঙ্গে মেলানো হবে। যা এই মামলায় ডিজিটাল এভিডেন্স হিসেবে পেশ করবে পুলিশ। আদালতে পুলিশ জানিয়েছে, মনোজিৎ স্বভাবগত অপরাধী, তাঁর বিরুদ্ধে কলকাতার একাধিক থানায় শ্লীলতাহানি, নির্যাতনের অভিযোগ রয়েছে। মনোজিতের ৪টি মোবাইল ফোনের ফরেন্সিক পরীক্ষা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে আজও সংসদ উত্তাল হওয়ার সম্ভাবনা
ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে আজও সংসদ উত্তাল হওয়ার সম্ভাবনা। রাজ্যসভায় মুলতুবি প্রস্তাব জমা কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরীর। সংসদ ভবনের মকর দ্বারে বিক্ষোভ INDIA জোটের সাংসদদের। হাতে কালো কাপড় বেঁধে বিক্ষোভ বিরোধীদের।


















