Senior Citizen Mediclaim: জীবন বিমার টার্ম পলিসি থেকে উঠতে চলেছে GST?
ABP Ananda LIVE: প্রবীণদের স্বাস্থ্য বিমার প্রিমিয়াম থেকে উঠছে GST? জীবন বিমার টার্ম পলিসি থেকেও উঠতে চলেছে GST? মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে ২ ক্ষেত্রে GST প্রত্যাহারে সহমত। ৫ লক্ষ পর্যন্ত জীবন বিমার প্রিমিয়ামেও GST প্রত্যাহারের প্রস্তাব: সূত্র । ফের মন্ত্রিগোষ্ঠীর বৈঠক, অক্টোবরের মধ্যে GST কাউন্সিলকে রিপোর্ট। GST প্রত্যাহার নিয়ে নভেম্বরে কাউন্সিলের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত: সূত্র। জীবন এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে ১৮% GST প্রত্যাহারের দাবি। GST প্রত্যাহারের দাবি তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। GST প্রত্যাহারের দাবিতে অগাস্টেই কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর চিঠি।
আরও খবর, আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা গতকালই ডাক দিয়েছিলেন আজকের জন্য ন্যায় বিচার যাত্রা। যে ন্যায়বিচার যাত্রা ইতিমধ্যেই শুরু হয়েছে। সোদপুর থেকে ধর্মতলা পর্যন্ত যাবে এই ন্যা বিচার যাত্রা। যেখানে শুধু জুনিয়র ডাক্তাররা নয় তার পাশাপাশি বিভিন্ন স্তরের সাধারণ মানুষ তাঁরা পর্যন্ত যোগ দিয়েছেন এই ন্যায়বিচার যাত্রায়। বিচার চেয়ে ফের পথে জুনিয়র ডাক্তাররা । জুনিয়র ডাক্তারদের ডাকে সোদপুর থেকে ন্যায়বিচার যাত্রা । সোদপুর থেকে ধর্মতলা পর্যন্ত ন্যায়বিচার যাত্রা । কাল ধর্মতলার অনশনমঞ্চে ‘মহাসমাবেশে’র ডাক জুনিয়র ডাক্তারদের । আজ ফের ডার্বির আগে ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকদের প্রতিবাদ । উল্টোডাঙা থেকে রুবি মোড় পর্যন্ত হবে মানববন্ধন।