এক্সপ্লোর
5G Services: কত টাকা হচ্ছে ৫জি ডেটার মূল্য? কী জানালেন নরেন্দ্র মোদি?
টেলি-প্রযুক্তিতে ফাইভ জি যুগের সূচনা। দিল্লির প্রগতি ময়দানে প্রধানমন্ত্রী ফাইভ জি টেলিকম পরিষেবার সূচনা করলেন। এদিন নরেন্দ্র মোদি বলেন, ‘আজ এক ক্লিকে গরিব মানুষের কাছে টাকা পৌঁছে যাচ্ছে। ডিজিটাল ইন্ডিয়া সবাইকে ব্যবসার জায়গা তৈরি করে দিয়েছে। সরকার সঠিক দিশায় কাজ করলে নাগরিকও সঠিক দিশায় যায়। টু জি ও ফাইভ জি-র মধ্যে এটাই পার্থক্য। ২০১৪ সালে ১৪ জিবি ডেটার দাম ছিল ৪ হাজার টাকা। আজ ১৪ জিবি ডেটার দাম দেড়শ টাকা। সরকারের প্রচেষ্টার কারণেই ডেটার মূল্য এত কম’।
খবর
তাইল্যান্ডে গ্রেফতার, অবশেষে দেশে ফেরানো হল সৌরভ ও গৌরবকে
রাজীব কুমার সাদা পোশাকে হয় ১০ লাখে গিয়েছিলেন না হয় ডিউটি করতে গিয়েছিলেন: নজরুল
'খেলার মাঠে গেরুয়া পতাকা নিয়ে ঢোকার কী কারণ ছিল?' প্রশ্ন বৈশ্বানরের
'১০ লাখ টাকার সেলফি যদি হয় তার ট্যাক্স কত ? ট্যাক্স কি জমা পড়েছে?' প্রশ্ন সজলের
কেন ১৬ জন SP, ASP থাকার পরেও একটা সুষ্ঠ ম্যানেজমেন্ট করতে পারল না?:বিশ্বনাথ
আরও দেখুন


















