PM Modi: আজ ৭৮তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে ১১তম ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
আজ ৭৮তম স্বাধীনতা দিবস। লালকেল্লায় চলছে উদযাপন। ১১তম ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধার্ঘ জানানোর দিন। দেশের জন্য যাঁরা আত্মত্যাগ করেছেন, দেশ তাঁদের কাছে ঋণী, লালকেল্লা থেকে বললেন মোদি। ভারত থেকে ঔপনিবেশিক শক্তিকে উপড়ে ফেলে দিয়েছিলেন যে ৪০ কোটি মানুষ, তাঁদের রক্ত আমাদের শরীরের বইছে। আমরা গর্ববোধ করি। আজ দেশের জনসংখ্যা ১৪০ কোটি। আমরা একজোট হলে, সব বাধা-বিপত্তি কাটিয়ে ২০৪৭ সালের মধ্যেই বিকশিত ভারত গড়া সম্ভব হবে: মোদি। প্রাকৃতিক বিপর্যয় গত কয়েক বছরে উদ্বেগ বাড়িয়েছে আমাদের। বহু মানুষ পরিবার, সম্পত্তি হারিয়েছেন। দেশের প্রভূত ক্ষতি হয়েছে। প্রত্য়েককে সমবেদনা জানাই। এই সঙ্কটের সময় গোটা দেশ আপনাদের পাশে আছে: মোদি। বিকশিত ভারত ২০৪৭ শুধুমাত্র ভাষণ নয়। এর সঙ্গে জড়িয়ে প্রতিশ্রুতি, প্রচেষ্টা। আমাদের কাছে দেশ, দেশপ্রেম সবার আগে। আমরা রাজনীতি করি না। নাগরিকদের মতামত অনুযায়ীই সংশোধনের কাজে হাত দিয়েছি আমরা। নবীন-প্রবীণ, শহুরে-গ্রামীণ, কৃষক-দলিত, দেশের প্রত্যেক নাগরিকের জীবনের মানোন্নয়ন আমাদের লক্ষ্য: মোদি। আমরা লোকাল ফর ভোকাল মন্ত্র তুলেছি। আমি খুশি যে দেশের অর্থনীতির অঙ্গ হয়ে উঠেছে এই মন্ত্র। প্রত্যেক জেলা নিজের উৎপাদনে গর্বিত। এক জেলা, এক পণ্যের পরিবেশ তৈরি হয়েছে দেশে: মোদি। স্বাধীনতার এত বছর পরও যা হয়নি, গত ১০ বছরে তা সম্ভব হয়েছে। কর্মসংস্থানের অজস্র সুযোগ তৈরি হয়েছে দেশে। বিদেশে ভারতের সম্মান বেড়েছে। এটাই প্রকৃত অর্থে ভারতের স্বর্ণযুগ। এই সুযোগ হাতছাড়া করা যাবে না: মোদি। পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, কৃষি, পশুপালন, প্রত্যেক ক্ষেত্রের আধুনিকীকরণ ঘটেছে দেশে। রেল, সড়ক, বিমানবন্দর, বন্দর, সবক্ষেত্রে পরিকাঠামোর উন্নয়ন ঘটেছে। প্রযুক্তিকে সঙ্গে নিয়ে আরও এগোতে চাই আমরা: মোদি। আজ মহাকাশ গবেষণায় স্টার্টআপ সংস্থাগুলিও যোগ দিচ্ছে। ভারতকে শক্তিশালী করতে মহাকাশ গবেষণার ক্ষেত্রও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘমেয়াদি সহযোগিতা প্রদান করবে সরকার: মোদি ।