Parliament Protest: SIR-এর প্রতিবাদে আজও উত্তাল সংসদ
ABP Ananda LIVE: SIR-এর প্রতিবাদে আজও উত্তাল সংসদ। অধিবেশন শুরুর আগে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ বিরোধী জোটের। ভোট চুরি, ভোট লুঠের অভিযোগে স্লোগান তৃণমূলের।ব্যানারে 'ভোট চোর' লিখে স্লোগান বিরোধীদের।
সরকারি অফিস স্থানান্তর নিয়ে সাগরের কচুবেড়িয়াতে ভূতল পরিবহনের অফিসে তুলকালাম
সাগরের কচুবেড়িয়াতে ভূতল পরিবহনের অফিস কাকদ্বীপে স্থানান্তর করা হবে। নিগমের এই সিদ্ধান্ত ঘিরে আধিকারিককে অফিসের মধ্যে আটকে রেখে তুমুল বিক্ষোভ দেখালেন পরিবহন দপ্তরের কর্মীরা। গতকাল সন্ধে ৭টা থেকে এই বিক্ষোভ চলতে থাকে। ঘটনাস্থলে পৌঁছয় সাগর থানার পুলিশ ও গঙ্গাসাগর- বকখালি উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান সন্দীপ পাত্র। তিনি দফায় দফায় আধিকারিকের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত প্রত্যাহারের আবেদন জানান। প্রায় ২ ঘন্টা ঘেরাও চলার পর মৌখিক আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় কর্মীরা। ২৪ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহার না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন পরিবহন দপ্তরের কর্মীরা। গঙ্গাসাগরের ভেসেল পরিষেবা দিয়ে থাকে ভূতল পরিবহন নিগম। দীর্ঘ বছর ধরে কচুবেড়িয়া জেটিঘাটের পাশে নিগমের অফিস থেকে এই পরিষেবা পরিচালনা হয়ে আসছে। সম্প্রীতি নিগম কচুবেড়িয়া থেকে অফিস কাকদ্বীপের লট নং আটে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়। সেই মতো অফিসের গুরুত্বপূর্ণ নথি স্থানান্তর শুরু হতেই ক্ষোভে ফেটে পড়েন কর্মীরা।


















