এক্সপ্লোর
Jharkhand MLA Arrest: গুয়াহাটিতে তদন্তে গিয়ে ফের বাধার মুখে সিআইডি! Bangla News
ঝাড়খণ্ডের বিধায়কদের গ্রেফতারের ঘটনায় ভিনরাজ্যে তদন্তে গিয়ে ফের বাধার মুখে সিআইডি। সূত্রের খবর, গুয়াহাটির ব্যবসায়ী অশোক ধানুকাকে নোটিস ধরাতে গিয়ে বাধার মুখে পড়েন সিআইডি অফিসাররা। ব্যবসায়ীর বাড়ির চারপাশে ছিল অসম পুলিশের পাহারা। অভিযোগ, সিআইডি আধিকারিকদের বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। এছাড়াও, সিআইডি-র গাড়িকে অনুসরণ করছিল অসম পুলিশ। সিআইডি-র দাবি, ঝাড়খণ্ডের বিধায়কদের টাকা দেওয়ার ব্যবস্থা করেছিলেন গুয়াহাটির ওই ব্যবসায়ী। বাড়িতে ঢুকতে না পেরে, স্থানীয় থানায় নোটিস দিয়ে আসেন সিআইডি-র অফিসাররা। আগামীকাল ভবানী ভবনে তলব করা হয়েছে গুয়াহাটির ওই ব্যবসায়ীকে। খবর সূত্রের।
জেলার
'এই চাকরি চোর সরকারকে তাড়াতেই হবে', হুঙ্কার সুকান্ত মজুমদারের
আরও দেখুন


















