Corona India Update: বিশ্বে সর্বকালীন রেকর্ড, ভারতে একদিনে করোনা আক্রান্ত ৪ লক্ষাধিক!
ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা চার লক্ষ ছাড়াল। এ নিয়ে ফের একবার দৈনিক সংক্রমণে বিশ্বে সর্বকালীন রেকর্ড গড়ল ভারত। দৈনিক মৃত্যুর সংখ্যা আরও একবার সাড়ে ৩ হাজার পার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১ হাজার ৯৯৩ জন।
শুক্রবার একদিনে আক্রান্তের সংখ্যাটা ছিল ৩ লক্ষ ৮৬ হাজার ৪৫২। বৃহস্পতিবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩ লক্ষ ৭৯ হাজার ২৫৭ জন। দেশে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫২৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩ হাজার ৪৯৮। বৃহস্পতিবার একদিনে মৃত্যু হয় ৩ হাজার ৬৪৫ জনের। ভারতে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ লক্ষ ১১ হাজার ৮৫৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯১ লক্ষ ৬৪ হাজার ৯৬৯। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩২ লক্ষ ৬৮ হাজার ৭১০। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১ কোটি ৫৬ লক্ষ ৮৪ হাজার ৪০৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ লক্ষ ৯৯ হাজার ৯৮৮ জন।