Delhi Air Pollution: অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্কুল-কলেজ, ৫০ শতাংশ কর্মীর ওয়ার্ক ফ্রম হোম | Bangla News
মাত্রাতিরিক্ত বায়ু দূষণের জের। দিল্লির (Delhi) সমস্ত স্কুল-কলেজ-সহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশিকা জারি করল কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট। অনলাইনে চলবে পড়াশোনা। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানানো হয়েছে। দূষণ কমাতে দিল্লির ৩০০ কিলোমিটারের আওতায় থাকা ১১টি তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে মাত্র ৫টি চালু রাখার নির্দেশ দিয়েছে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট। ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে বাকি ৬টি তাপবিদ্যুৎ কেন্দ্র। এর পাশাপাশি, দিল্লি এবং এনসিআর-এ ২১ নভেম্বর পর্যন্ত সমস্ত নির্মাণ ও ভাঙার কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার পর্যন্ত অত্যাবশ্যকীয় পণ্যবাহী যান ছাড়া অন্য সমস্ত পণ্যবাহী যানের দিল্লিতে প্রবেশ নিষেধ। এছাড়াও, ২১ নভেম্বর পর্যন্ত দিল্লি, হরিয়ানা, রাজস্থান এবং উত্তরপ্রদেশে ৫০ শতাংশ কর্মীকে ওয়ার্ক ফ্রম হোমের পরামর্শ দেওয়া হয়েছে।