Free Vaccination for All: "জুলাই-অগাস্ট মাসে দেশে টিকাকরণের পরিমাণ বাড়ানো হবে", জানালেন অমিত শাহ
আজ থেকে দেশজুড়ে শুরু হচ্ছে বিনামূল্যে টিকাকরণ (Free Vaccination)। ১৮ ঊর্ধ্বদের দেওয়া হবে ভ্যাকসিন। সম্প্রতি প্রধানমন্ত্রী (Narendra Modi) ঘোষণা করেন, এবার থেকে রাজ্যগুলোকে উৎপাদনকারী সংস্থার থেকে আর ভ্যাকসিন কিনতে হবে না। কেন্দ্রই দেশে উৎপাদিত টিকার ৭৫ শতাংশ কিনে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বণ্টন করবে। এর পাশাপাশি জানানো হয়, বেসরকারি হাসপাতালগুলি ভ্যাকসিন প্রস্তুতকারকদের কাছ থেকে সরাসরি ২৫ শতাংশ ভ্যাকসিন কিনে নিতে পারবে। কিন্তু টিকাকরণের ফি হিসেবে কোনও বেসরকারি হাসপাতাল ভ্যাকসিনের দাম বাদ দিয়ে ১৫০ টাকার বেশি নিতে পারবে না। এপ্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বলেন, "এত জনবসতিপূর্ণ দেশে ১৮ ঊর্ধ্ব সকল নাগরিকের বিনামূল্যে টিকাকরণ বড় ব্যাপার। আজ আন্তর্জাতিক যোগ দিবসের দিন দেশজুড়ে এটি শুরু হচ্ছে। জুলাই এবং অগাস্ট মাসে টিকাকরণের পরিমাণ বাড়ানোর আয়োজনও ভারত সরকার করেছে।"