India Covid Update: ফের দেশে দৈনিক সংক্রমণ ৫০ হাজার ছাড়াল, একদিনে মৃত ১৩৫৮
India Coronavirua Update : দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি পেরোল। গতকাল ৫০ হাজারের নীচে নামার পর, ফের বাড়ল দৈনিক সংক্রমণ। বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৮৪৮ জন। একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৫৮ জনের।
দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৯০ হাজার ৬৬০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৮ হাজার ৭০৯। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৬ লক্ষ ৪৩ হাজার ১৯৪। গত ৮২ দিনে দেশে সর্বনিম্ন অ্যাক্টিভ কেসের সংখ্যা। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৮৯ লক্ষ ৯৪ হাজার ৮৫৫ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৬৮ হাজার ৮১৭।
''করোনার দ্বিতীয় ঢেউকে গুরুত্বই দেননি প্রধানমন্ত্রী, বাংলার ভোট নিয়ে ব্যস্ত ছিলেন।'' করোনা পরিস্থিতি নিয়ে এভাবেই নরেন্দ্র মোদিকে (Narendra Modi)আক্রমণ করলেন রাহুল গাঁধী (Rahul Gandhi)। রাহুল বলেন, "প্রধানমন্ত্রী করোনার দ্বিতীয় ঢেউকে গুরুত্ব দেননি। ভোট নিয়ে ব্যস্ত ছিলেন। ওনার অন্যদিকে নজর ছিল।" রাহুল আরও বলেন, "ভারতে দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় যতজনের মৃত্যু হয়েছে, তার ৯০ শতাংশ মানুষের মৃত্যু হওয়ার কথা ছিল না।" পাল্টা বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র (Sambit Patra) দাবি করেছেন রাহুল গাঁধী বিভ্রান্তি ছড়াচ্ছেন।