India Covid Situation: দেশজুড়ে ২১% বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা, এগোচ্ছে দেড় লক্ষের দিকে | Bangla News
দেশে কোভিডের তৃতীয় (Corona Third Wave) ঢেউ বদলে গেল সুনামিতে। ফের একদিনে আক্রান্তের সংখ্যা একলক্ষ ছাড়াল। গতকালের তুলনায় ২১ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ৪১ হাজার ৯৮৬ জন দেশে করোনায় আক্রান্ত হয়েছেন।গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ১৭ হাজার ১০০। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৮৫ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩০২। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫৩ লক্ষ ৬৮ হাজার ৩৭২ জন। এখনও পর্যন্ত ৪ লক্ষ ৮৩ হাজার ৪৬৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার পর্যন্ত দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭১। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৬৪ জন। মহারাষ্ট্রে সবথেকে বেশি ৮৭৬ জন আক্রান্ত। দিল্লিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫১৩।
![Lalon : বাংলাদেশে লালন স্মরণোৎসব বাতিল, বাংলার বুকে সেই লালনের গানেই হল 'রাগসেবা'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/99b4ca3a9f41e9a67846c5f54ec837da1739870928635535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)