India Covid Update: ১১১ দিন পর দেশে সর্বনিম্ন সংক্রমণ, মৃত ৫৫৩
১১১ দিন পর করোনায় দেশে সর্বনিম্ন সংক্রমণ (India Corona Update)। গত ২৪ ঘণ্টায় কমল দৈনিক মৃত্যুর (Corona Death in India) সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Union Ministry of Health) মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৭০৩ জন। মৃত্যু হয়েছে ৫৫৩ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় ৪ লক্ষ ৩ হাজার ২৮১ জনের মৃত্যু হয়েছে। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৮ লক্ষ ৬৪ হাজার ৩৫৭। সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যা ছিল ৩৯ হাজার ৭৯৬। রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যা ছিল ৪৩ হাজার ৭১। শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যা ছিল ৪৪ হাজার ১১১। শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যা ছিল ৪৬ হাজার ৬১৭। বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যা ছিল ৪৮ হাজার ৭৮৬। বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যা ছিল ৪৫ হাজার ৯৫১।
লোকাল ট্রেন চালুর দাবিতে এবার দক্ষিণ-পূর্ব রেলের চেঙ্গাইল স্টেশনে অবরোধ। সকাল পৌনে ১০টা নাগাদ নিত্যযাত্রী ও স্থানীয় বাসিন্দারা রেল লাইন অবরোধ শুরু করেন। ঘটনাস্থলে আরপিএফ ও জিআরপি। আটকে পড়ে রেলের স্টাফ স্পেশাল।