India Covid: দেশে জোরালো ধাক্কা কোভিড সংক্রমণের, একদিনে আক্রান্ত ২৬৮৮৩৩| Bangla News
দেশে করোনা পরিস্থিতি (Covid Situation) ভয়ঙ্কর। দৈনিক আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৭০ হাজার ছুঁইছুঁই। গতকালের তুলনায় সাড়ে ৪ হাজারের বেশি সংক্রমিতের সংখ্যা। দৈনিক পজিটিভিটি রেট বেড়ে হল ১৬ দশমিক ৬৬ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry)পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬৮ হাজার ৮৩৩ জন।যা গত ৭ মাসে সর্বাধিক। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ৬৪ হাজার ২০২। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪০২ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩১৫। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৬৮ লক্ষ ৫০ হাজার ৯৬২ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় ৪ লক্ষ ৮৫ হাজার ৭৫২ জনের মৃত্যু হয়েছে। শনিবার পর্যন্ত দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৪১। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ২৮৮ জন।
![Suvendu Adhikari: 'হিন্দু শব্দে আতঙ্কিত মুখ্যমন্ত্রী, মা সরস্বতীর নামে আতঙ্কিত', আক্রমণ শুভেন্দুর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/0622b47302fbb5a20608aab3142407111739886977280968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Suvendu Adhikari : কুম্ভকে কেন্দ্র করে হিন্দুরা একত্রিত হয়েছেন,এতেই আতঙ্কিত মুখ্যমন্ত্রী:শুভেন্দু](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/a23b56682ab03587b2d1f3393635e87b1739886710389968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Mamata Banerjee: 'আপনারা একটা ধর্মকে বিক্রি করে খাচ্ছেন', বিজেপিকে আক্রমণ মমতার।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/c699bce3155abed8701175dc9106e35a1739886414107968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Lalon : বাংলাদেশে লালন স্মরণোৎসব বাতিল, বাংলার বুকে সেই লালনের গানেই হল 'রাগসেবা'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/99b4ca3a9f41e9a67846c5f54ec837da1739870928635535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Maha Kumbh:নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যু, তাও নড়ল না টনক, পাটনা স্টেশনে ঠাসাঠাসি ভিড়](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/e0fc66350a3d2e12cfb54f3f8594176f1739800238375535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)