Mamata Banerjee Goa Visit: 'ভোটের সময় এলেই ধর্মের ভেদাভেদ, গঙ্গাস্নান করে', মোদিকে নিশানা মমতার| Bangla News
আজ পানাজিতে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে তিনি বলেন, "গোয়ায় জোট করেছি, ভয় পেয়েছে বিজেপি (BJP)। গোয়ায় ভোটে বিজেপিকে শেষ করতে হবে। গোয়ার মানুষই গোয়া শাসন করবে। বিজেপির দাদাগিরির আর চলবে না। আমার প্রথম পরিচয় মানুষ, বিজেপির কাছে সার্টিফিকেট চাই না।"
তিনি আরও বলেন, "ভোট এলেই গঙ্গাস্নান করেন, উত্তরাখণ্ডের মন্দিরে ছুটে যান। অথচ করোনার সময় শেষকৃত্যও করতে দেয় না, গঙ্গায় ভাসিয়ে অপবিত্র করে। দুর্গাপুজোয় ক্লাবকে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়। বিজেপি এসব করে দেখাতে পেরেছে? ভোটের সময় এলেই ধর্মের ভেদাভেদ, গঙ্গাস্নান করে। কী কাজ করেছে? পেট্রোল-ডিজেলের কত দাম বাড়িয়েছে? চক্রান্ত করেই খুন, লখিমপুরকাণ্ডে রিপোর্ট দিয়েছে সিট। তাহলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা দেওয়া উচিত নয়? এনিয়ে তো প্রধানমন্ত্রীর কথা বলা উচিত। আমি আপনাদের দুই চার লাইন চণ্ডীপাঠ করে নিশ্চয় শোনাব।"