![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Narada Case Update: সুপ্রিম কোর্টে নারদ মামলার শুনানি থেকে অব্যাহতি চাইলেন বিচারপতি অনিরুদ্ধ বসু
নারদ মামলায় (Narada Case) অব্যাহতি চাইলেন সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু (Justice Aniruddha Bose)। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও আইনমন্ত্রীর মামলা থেকে চাইলেন অব্যাহতি। নারদ মামলায় ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ মমতা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ হলফনামা নিতে অস্বীকার করায় সুপ্রিম কোর্টে। তবে কী কারণে বিচারপতি অনিরুদ্ধ বসুর এই সিদ্ধান্ত, সেই প্রসঙ্গে তিনি কিছু বলেননি। প্রসঙ্গত, অনেক সময় ব্যক্তিগত মতামতের ক্ষেত্রে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। বিচারপতির এই সিদ্ধান্তের জেরে পিছিয়ে গেল আজকের শুনানি।
এদিকে মোট ৩২ হাজার শিক্ষক নিয়োগ হতে চলেছে রাজ্যে। সোমবার নবান্নে (Nabanna) মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানিয়েছেন, পুজোর আগে উচ্চ প্রাথমিকে (Upper Primary) ১৪ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। এই সময়ের মধ্যে প্রাথমিকে (Primary) নিয়োগ হবে সাড়ে ১০ হাজার শিক্ষক। পুজোর পর থেকে আগামী বছরের মার্চ পর্যন্ত প্রাথমিকে আরও সাড়ে ৭ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। শিক্ষক নিয়োগ নিয়ে এর আগে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) বহু মামলা হয়েছে। দুর্নীতি, স্বজনপোষণের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন চাকরি প্রার্থীদের একটি বড় অংশ। এই প্রেক্ষাপটেই তাৎপর্যপূর্ণ মন্তব্য শোনা গেছে মুখ্যমন্ত্রীর গলায়। এদিকে কর্মশিক্ষা, শারীরশিক্ষা ছাড়া ২০১৬-র উচ্চ প্রাথমিক শূন্য পদে ১৪ হাজার ৩৩৯ জন শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউয়ের তালিকা প্রকাশিত হয়েছে।
![Mamata Banerjee Live: 'আমরা ভিক্ষা চাই না, ন্যায্য অধিকার চাই' , বললেন মুখ্যমন্ত্রী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/17/b2f6c6ca0148ce4c315edf04972c73f11734440626156968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Bangladesh: একজন ব্যবসায়ী,নিজের টাকায় ব্যবসা করছে,শুধুমাত্র হিন্দু বলে আঘাত করা পাচ্ছে:রাধারমণ দাস](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/17/7d68094484790da386fe5efe599999a31734440430296968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Bangladesh Portest : সন্ন্যাসী, হিন্দুদের বিচার দিতে ব্যর্থ, অত্যাচারীরই হাত আরও শক্ত!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/17/2951358a2732d514bddc0a4ba43355421734438756835968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Bangladesh News Update: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের অংশ বাতিল করল বাংলাদেশ হাইকোর্ট।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/17/89e2427621a69edd414da0b33f13474b1734437680253968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Bangladesh: প্রয়োজন হলে আমার আয়ু দান করব। উনি যেন লড়াই করে বাংলাদেশের পক্ষে থাকেন: কার্তিক মহারাজ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/17/e5fe7131c97a11daa9ee085e761cfab51734436212004968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)