Mann Ki Baat: 'করোনার বিরুদ্ধে লড়াই জারি রয়েছে, একদিনে দেওয়া হয়েছে ৮৬ লক্ষ ভ্য়াকসিন', মন কি বাতে উল্লেখ প্রধানমন্ত্রীর
আজ মন কি বাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বলেন, "টোকিও অলিম্পিকের জন্য ভারতের খেলোয়াররা কীভাবে প্রস্তুতি নিচ্ছেন, আগে কত প্লেয়ার জিতেছেন, টোকিও অলিম্পিক নিয়ে সবরকম প্রশ্নের উত্তর পাওয়া যাবে 'মাইগভ রোড টু টোকিও কুইজ'-এ। সবাইকে আবেদন করব এই কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহণ করুন। টোকিও অলিম্পিক্সের জন্য প্রস্তুত ভারত। ক্রীড়াক্ষেত্রে মিলখা সিংহর অসীম অবদান। অলিম্পিক্সে প্রতিযোগীদের শুভেচ্ছা। অলিম্পিক্সে প্রতিযোগীদের অভিনন্দন। করোনার বিরুদ্ধে লড়াই জারি রয়েছে। ২১ জুন:৮৬ লক্ষ বিনামূল্যে ভ্যাকসিন। ২১ জুন থেকে গণটিকাকরণ শুরু হয়েছে। অনেকের প্রশ্ন ছিল এত ভ্যাকসিন কোথা থেকে আসবে? সেটাই করে দেখিয়েছে আমাদের দেশ।"
অন্যদিকে, জম্মু এয়ারফোর্স স্টেশনে বিস্ফোরণ। জখম ২ জন। বিমানবন্দরের টেকনিক্যাল এরিয়ায় বিস্ফোরণ ঘটে এবং এই ঘটনায় ২ জন জখম হয়েছেন বলে জানা যাচ্ছে। রাত ২টো নাগাদ পরপর ২টি বিস্ফোরণ হয়, পিটিআই সূত্রে খবর। বিস্ফোরণে জঙ্গি যোগ কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনাস্থলে বম্ব ডিজপোজাল স্কোয়াড, ফরেন্সিক টিম।
এই নিয়ে প্রাক্তন সেনাকর্তা তথা ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল বলেন, "জম্মু এবং কাশ্মীরে পাকিস্তানের দ্বারা অশান্তি ছড়ানোর চেষ্টা কোনওদিন থামবে না যতক্ষণ পাকিস্তানকে ধ্বংস না করা হচ্ছে। বোমা বিস্ফোরণের বেশ কিছু ঘটনায় আমরা পাকিস্তানের থেকে কিছু বক্তব্য আশা করেছিলাম। প্রাইমারি তদন্ত চলছে। সুরক্ষার ব্যবস্থা আরও ভাল করতে হবে। পাকিস্তানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।"




















