এক্সপ্লোর
Advertisement
Pegasus Spyware: দেশ জুড়ে ৩০০-র বেশি ফোন হ্যাক! তালিকায় নেতা, সরকারি আধিকারিক, সাংবাদিক
ফের নাগরিকের মৌলিক অধিকারে হস্তক্ষেপ? "দেশের ৩০০-র বেশি ভেরিফায়েড নম্বর ট্যাপ (Phone Tapping) করা হয়েছে। তালিকায় রয়েছে মন্ত্রী বিরোধী দলের নেতাদের ফোন নম্বর। রয়েছে সরকারি আধিকারিক, বিজ্ঞানী, সমাজকর্মী, ব্যবসায়ীদের নম্বরও। দেশের ৪০ জনেরও বেশি সাংবাদিকের ফোন ট্যাপ করা হয়েছে। পেগাসাস স্পাইওয়্যারের (Pegasus Spyware) মাধ্যমে আড়ি পেতেছিল এক অজ্ঞাত সংস্থা। ফরেন্সিক পরীক্ষায় ফোনে আড়ি পাতার বিষয়টি প্রমাণিত," দামি নিউজ পোর্টাল 'দ্যা ওয়্যার'-এর। ইজরায়েলি সংস্থা এনএসও গ্রুপ বিক্রি করে পেগাসাস স্পাইওয়্যার। ২০১৮ থেকে ২০১৯ সালের মধ্যে নম্বরগুলিকে নিশানা করা হয়েছিল। ২০১৯ সালের লোকসভা ভোট পর্যন্ত চলেছিল ফোন ট্যাপিং। এই প্রসঙ্গে দেশের তথ্যপ্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, "নাগরিকের মৌলিক অধিকার রক্ষায় কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের কোনও সংস্থা অবৈধভাবে ফোন ট্যাপ করেনি। "
তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "অবিলম্বে যথাযথ তদন্ত প্রয়োজন। যে দু'জন দেশ চালাচ্ছেন তারা শুধু বিরোধীদের নয়, নিজের দলের ও সংগঠনের মানুষদের উপরেও নজরদারি চালিয়েছে। তাঁদের সব খবর জানা দরকার। এ এক ভয়ঙ্কর শক্তি।"
ইন্ডিয়া
'তাঁর সততা আমাদের সবসময় প্রেরণা যোগায়', লিখলেন প্রিয়ঙ্কা গাঁধী
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement