Omicron: বিদেশফেরত ৬ জনের কোভিড সংক্রমণ, নমুনা গেল জিনোমিক সিকোয়েন্সিংয়ে| Bangla News
ওমিক্রনের (Omicron) হানা কি ভারতেও? দুশ্চিন্তা বাড়াল কেন্দ্রীয় সরকারের বিবৃতি। বুধবার ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে বিবৃতিতে জানানো হয়েছে, করোনার নতুন প্রজাতি ওমিক্রন প্রভাবিত বিভিন্ন দেশ থেকে বুধবার বিমানে যাঁরা ভারতে পৌঁছেছেন, তাঁদের মধ্যে ৬ জনের করোনা পজিটিভ (Covid Positive) ধরা পড়েছে। ওই ৬ জনই কি করোনার ওমিক্রন প্রজাতিতে আক্রান্ত? কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, পরীক্ষার জন্য আক্রান্তদের নমুনা পাঠানো হয়েছে জিনোমিক সিকোয়েন্সিংয়ের জন্য। যে সব বিমান ওমিক্রন আক্রান্ত দেশ থেকে ভারতে আসছে, অথবা যে সব বিমান ভারতে আসার পথে ওমিক্রন পীড়িত দেশের মাটি স্পর্শ করছে, সেই সব বিমানের যাত্রীদের জন্য মঙ্গলবার রাত ১২টার পর থেকে দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন নিয়ম চালু করেছে কেন্দ্রীয় সরকার। বাধ্যতামূলক করা হয়েছে RTPCR টেস্ট। আর প্রথম দিনের পরীক্ষাতেই ৬ জন করোনা পজিটিভ।