'সামরিক ঘাঁটিগুলিকেই টার্গেট করা হয়েছিল', বললেন এয়ার মার্শাল এ কে ভারতী
ABP Ananda Live : পরিস্থিতি যুদ্ধের মতোই ছিল। এবার জঙ্গিদের মতো অনুপ্রবেশের চেষ্টা করেছিল পাক সেনাও। অপারেশন সিঁদুরের সাফল্য়ের বিবরণ দিতে গিয়ে, এমনই চাঞ্চল্য়কর তথ্য় জানাল ভারতীয় সেনাবাহিনী। পাক জঙ্গি ও পাক সেনার সম্পর্ক কতটা মজবুত, তা জলের মতো স্পষ্ট হয়েছে, জঙ্গিদের শেষকৃত্য়ের ছবিতে। জঙ্গিদের শেষশ্রদ্ধা জানাতে, সেখানে হাজির ছিলেন, একাধিক পাক সেনা ও পুলিশ কর্তাও! মেজর ও ব্রিগেডিয়ার পদমর্যাদার অফিসার থেকে শুরু করে লেফটেন্যান্ট জেনারেল...পদমর্যাদার অফিসাররাও উপস্থিত ছিলেন জঙ্গির শেষকৃত্য়ে।
'ভারতের প্রত্যাঘাতে বিশ্ব-দরবারে কাকুতি-মিনতি করছিল পাকিস্তান', ট্রাম্পের দাবি কার্যত নস্যাৎ প্রধানমন্ত্রীর বক্তব্যে ?
আমেরিকার মধ্যস্থতা করার দাবি নস্যাৎ। ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতির কথা আগ বাড়িয়ে আগেই ঘোষণা করে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা ভাল ভাবে নেয়নি ভারত। তাই ভারতের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, পাকিস্তানের তরফ থেকে শুরু করা ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস (ডিজিএমও) পর্যায়ের আলোচনার মাধ্যমে দ্বিপাক্ষিকভাবে এই লক্ষ্য অর্জন করা হয়েছে। সে কথাই আজ স্পষ্ট ভাষায় জাতির উদ্দেশে ভাষণে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।তাঁর কথায়, "১০ মে দুপুরে পাকিস্তান সেনা আমাদের DGMO-র সঙ্গে যোগাযোগ করেছিলেন। ততক্ষণে আমরা ওদের জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছি। পাকিস্তান যখন বলল যে এরপর থেকে আরও কোনও জঙ্গি কার্যকলাপ বা সেনা দুঃসাহস দেখাবে না, তখন ভারতও বিষয়টি বিবেচনা করে দেখব বলে জানায়।"


















