Pakistan News : পাকিস্তানের অন্তত ৪টি এয়ারবেসে ভারতের প্রত্যাঘাত, আকাশেই তাদের গুঁড়িয়ে দিয়েছে ভারত
ABP Ananda Live: পাকিস্তানের প্রায় চারশো ড্রোন হামলার চেষ্টা রুখে, আকাশেই তাদের গুঁড়িয়ে দিয়েছে ভারত। পাকিস্তান-সীমান্ত ঘেঁষা রাজ্য়গুলোতে এখন টানটান উত্তেজনা। আর এই আবহেই কচ্ছ থেকে কাশ্মীর, রাজস্থান থেকে পাঞ্জাবের পাঁচটি পাক-সীমান্তে পৌঁছে গেছেন এবিপি আনন্দর প্রতিনিধিরা। সেখান থেকে তুলে ধরছেন প্রতি মুহূর্তের আপডেট। পহেলগাঁওতে জঙ্গি হামলার পর, সবার আগে সেখানে পৌঁছেছিলেন এবিপি আনন্দর প্রতিনিধি। এবার ভারত-পাকিস্তান সংঘাতের আবহে একসঙ্গে পাঁচটি সীমান্ত থেকে সব আপডেট আপনাদের কাছে পৌঁছে দেবেন এবিপি আনন্দর প্রতিনিধিরা। কাশ্মীরে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। জম্মুতে সন্দীপ সরকার। রাজস্থানের জয়সলমেরে ময়ূখঠাকুর চক্রবর্তী। পাঞ্জাবে পার্থপ্রতিম ঘোষ এবং গুজরাতের কচ্ছে আবির দত্ত।পাকিস্তানের অন্তত ৪টি এয়ারবেসে ভারতের প্রত্যাঘাত।ভারতের প্রত্যাঘাতে রাওয়ালপিণ্ডির নুর খান এয়ারবেস, সিন্ধ প্রদেশের সুক্কুর এয়ারবেস ক্ষতিগ্রস্ত।পাক সেনার একাধিক পোস্ট গুঁড়িয়ে দিল ভারত।


















