PM Modi on ration : 'করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় চালু থাকবে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা', ঘোষণা নরেন্দ্র মোদির
করোনার টিকা নিয়ে ঘোষণার সঙ্গে সঙ্গে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় চালু থাকবে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা (Pradhan Mantri Garib Kalyan Anna Yojana)। মে-জুন থেকে দীপাবলি পর্যন্ত চালু থাকবে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা। কেউ খালি পেটে থাকবে না।"
১৮-৪৪ বছর বয়সিদের দাম দিয়ে ভ্যাকসিন নেওয়ার কথা বলেছে কেন্দ্র। ৪৫ ঊর্ধ্বদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে বিনামূল্যে। কিন্তু, দুর্ভাগ্যের বিষয় হল ১৮-৪৪ বছর বয়সিদেরও করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে থাকতে হচ্ছে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে করোনায় মারাও যাচ্ছেন তাঁরা। এই পরিস্থিতিতে ১৮-৪৪ বছরের জন্য কেন্দ্রের দাম দিয়ে টিকাকরণের নীতি দৃশ্যতই অযৌক্তিক এবং খামখেয়ালি মনোভাবের পরিচয় দিচ্ছে।
বিরোধীরা এর অনেক আগে থেকেই লাগাতার প্রশ্ন করে আসছে, কেন বাজেটে ভ্যাকসিনের জন্য বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা দিয়ে সব দেশবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন দিচ্ছে না মোদি সরকার? এই প্রেক্ষাপটে অবস্থান পাল্টালেন নরেন্দ্র মোদি। যা নিয়ে কটাক্ষের সুরে বিরোধীদের গলায়।