SC slam Election Commission: মাদ্রাজ হাইকোর্টের সমালোচনাকে ডাক্তারের কড়া ওষুধ হিসেবে দেখা উচিত : কমিশনকে সুপ্রিম কোর্ট
কমিশনকে খুনির সঙ্গে তুলনা করায় মাদ্রাজ হাইকোর্টকে চ্যালেঞ্জ মামলায় সুপ্রিম কোর্টেও ধাক্কা কমিশনের। সর্বোচ্চ আদালত জানিয়েছে, হাইকোর্টের সমালোচনাকে ডাক্তারের কড়া ওষুধ হিসেবে দেখা উচিত। সবাই জানে ভালর জন্যই ওষুধ দেওয়া হয়। আদালতের মন্তব্য সংবাদমাধ্যমে সম্পূর্ণ প্রকাশ হওয়া উচিত। কমিশনকে বলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। আদালতে কমিশন জানায়, তারা নির্বাচন পরিচালনা করে, সরকার তাদের হাতে থাকে না। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ২ লক্ষ মানুষের সভা করেন, আমরা গুলি চালাতে পারি না, সর্বোচ্চ আদালতে মন্তব্য কমিশনের আইনজীবীর। ৫০০ লোকের বেশি জমায়েতের নিষেধাজ্ঞা আগে দেয়নি কেন কমিশন? প্রশ্ন সুপ্রিম কোর্টের। বাংলার পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত, দাবি কমিশনের আইনজীবীর।


















