India News :গতরাতে লাগাতার পাক হামলায় বিস্ফোরণের শব্দ শোনা যায় ডাললেকে,সকালে কী পরিস্থিতি শ্রীনগরে?
ABP Ananda Live : গতরাতে লাগাতার পাক হামলায় বিস্ফোরণের শব্দ শোনা যায় ডাললেকে ( Dal Lake ,সকালে কী পরিস্থিতি শ্রীনগরে?সংঘর্ষ বিরতি ভেঙে ফের পাকিস্তানের গুলি। জানা গিয়েছে আখনুর সেক্টরে এই গুলি চলছে। রাত ৮.১৫ থেকে জম্মুতে ফের পাকিস্তানের হামলা। সংঘর্ষ বিরতি ভেঙে জম্মুতে পাক সেনার গুলি-মর্টার।জম্মুর বেশ কয়েকটি এলাকায় লাগাতার পাক গুলি-মর্টার। জম্মুতে (Jammu) আন্তর্জাতিক সীমান্ত বরাবর পাক সেনার গুলি। সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের, পাল্টা জবাব ভারতের। সংঘর্ষ বিরতির ৫ ঘণ্টার মধ্যেই উধমপুরে পাক হামলা, এমনটাই খবর। ১১ জায়গায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের। শ্রীনগরে (Srinagar) ডাল লেকে নিভিয়ে দেওয়া হল আলো। জম্মুতে আন্তর্জাতিক সীমান্ত বরাবর ১১ জায়গায় হামলা বলে খবর। সরকারি সূত্রে খবর, সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এরপর থেকে ভারতের মাটিতে কোনও জঙ্গি হামলাকে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসাবে ধরা হবে। এর মধ্যেই ফের হামলার খবর পরিস্থিতি বদলাতে পারে বলেই মনে করা হচ্ছে।


















