Supreme Court: নুপূর শর্মার বিতর্কিত মন্তব্যের কড়া সমালোচনা সুপ্রিম কোর্টের
পয়গম্বরকে নিয়ে বিজেপির সাসপেন্ডেড নেত্রী নুপূর শর্মার (Nupur Sharma) বিতর্কিত মন্তব্যের কড়া সমালোচনা করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। নূপুরের একটি আবেদনের শুনানির সময় সুপ্রিম কোর্ট (Supreme Court) বলেছে, ওই মন্তব্যের জন্য দেশের পরিস্থিতি খারাপ হয়েছে। নূপুর (Nupur Sharma) শর্তসাপেক্ষে অনেক পরে মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন বলে মন্তব্য করেন বিচারপতি। সেইসঙ্গে বিচারপতি বলেছেন, আপনি নিজেকে আইনজীবী বলেন, অথচ এইরকম দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেন। আপনি শাসকদলের নেত্রী। দেখতে হবে যেন ক্ষমতা মাথা ঘুরিয়ে না দেয়। সেইসঙ্গে দিল্লি (Delhi) পুলিশের কাছেও সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে, রাজধানীতে নূপুর শর্মার বিরুদ্ধে প্রথম FIR দায়ের হয়েছে। সেক্ষেত্রে কী পদক্ষেপ করেছে দিল্লি পুলিশ? সুপ্রিম কোর্টে এক আবেদনে নূপুর জানিয়েছেন, তিনি প্রাণনাশের হুমকি পাচ্ছেন। কাজেই দেশের বিভিন্ন রাজ্যে তাঁর বিরুদ্ধে যে সব FIR হয়েছে, সেই সব মামলা একত্রে দিল্লিতে শুনানি হোক। যদিও সেই দাবি খারিজ করেছে আদালত।
![New Delhi Railway Station:মহাকুম্ভের পথে বিপর্যয়, নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত ১৮ | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/ec94dda85633b20975c9a73e7415ce4c1739704950005894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Delhi Stampede : নয়াদিল্লিতে মর্মান্তিক ঘটনা। 'অতিরিক্ত ভিড়ের কারণেই দুর্ঘটনা', বললেন যোগী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/7c5dcd63e7cf7f8d0014ea064225f19e1739701329298535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Delhi Stampede: শেষ মুহূর্তে প্ল্যাটফর্ম বদল ট্রেনের? হুড়োহুড়িতে নয়াদিল্লিতে মর্মান্তিক ঘটনা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/707a11971be28e7a3a8a4f20d159c7a91739701891801535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Delhi Stampede:ঘোষণার ভুলের জন্য হুড়োহুড়ি ! নয়াদিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা। প্রাণ গেল অন্তত ১৮ জনের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/711029094cf0f99d5820deaf0d48877e1739700652584535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Arms Recovery : নিজের বাড়িতে বসেই বারুদের চক্র চালাত হাজি রশিদ মোল্লা ? কার্তুজকাণ্ডে তদন্তে STF](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/defd4daf86941af4981ebbe489531b051739699967550535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)