WB News:আমআদমিপার্টির হারের নেপথ্য়ে দুর্নীতি!এই ট্রেন্ড কি আগামী বছর পশ্চিমবঙ্গের জন্য় তাৎপর্যপূর্ণ?
ABP Ananda Live: দিল্লির নির্বাচনে আম আদমি পার্টির হারের নেপথ্য়ে, দুর্নীতি অন্য়তম ফ্য়াক্টর হিসেবে কাজ করেছে বলে মত পর্যবেক্ষকদের। কিন্তু, এই ট্রেন্ড কি আগামী বছর পশ্চিমবঙ্গের জন্য় তাৎপর্যপূর্ণ? কারণ, গত কয়েকবছরে এরাজ্য়েও চাকরি, রেশন, গরু পাচার, কয়লা পাচারের মতো একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। দেখা গেছে কোটি কোটি টাকার পাহাড়ের বেনজির ছবি। সেসব কি প্রভাব ফেলতে পারে আগামী বছরের বিধানসভা ভোটে? প্রশ্ন তুলছেন অনেকেই। অনেকে আবার এটাও মনে করিয়ে দিচ্ছেন, যে সম্প্রতি মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে দুর্নীতি ইস্য়ু হয়নি। সেখানে বিজেপি জয়ী হয়েছে। আবার এরাজ্য়েও সারদা থেকে নারদ, নিয়োগ দুর্নীতি থেকে রেশন দুর্নীতি সামনে আসার পরও একের পর এক নির্বাচনে তৃণমূল বিপুল জয় পেয়েছে। ফলে ছাব্বিশের ভোটে কী হবে, সেটা বোঝা যাবে আগামী বছরেই।


















