এক্সপ্লোর
লন্ডন ব্রিজে হামলার দায় স্বীকার আইএসের
লন্ডন ব্রিজে হামলার দায় স্বীকার জঙ্গি সংগঠন আইএসের। শুক্রবার লন্ডন ব্রিজের কাছে ছুরি নিয়ে হামলা চালায় এক আততায়ী। ছুরির এলোপাথাড়ি কোপে মৃত্যু হয় ২ জনের। আহত হন ৩ জন। পাল্টা আক্রমণে ঘটনাস্থলেই মৃত্যু হয় হামলাকারীর। লন্ডন পুলিশ দাবি করে, এটি জঙ্গি হামলা। অবশেষে আততায়ী উসমান খানকে যোদ্ধা বলে দাবি করে হামলার দায় নিল জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটস।
আরও দেখুন

















