Iran Israel Tension : ইরান-ইজরায়েল 'যুদ্ধ', ভারতে কী প্রভাব ফেলতে পারে? কী জানাচ্ছেন অর্থনীতিবিদ ?
ABP Ananda LIVE :সময় যত এগোচ্ছে ততই ঘনিয়ে আসছে সংকট। একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরানের রাজধানী তেহরানের একটি তৈল শোধনাগারে বিস্ফোরণ ঘটাল ইজরায়েল। সংবাদসংস্থা রয়টার্স একটি রিপোর্টে জানিয়েছে, তেহরানের শাহরান তেল ডিপোতে ইসরায়েলি হামলা চালিয়েছে। তবে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। আর যে ডিপোতে হামলা হয়েছে সেখানে জ্বালনির পরিমাণ কম ছিল।এদিকে, ইরানের তেল ডিপোতে হামলার পর, ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে তিনি লিখেছেন - 'তেহরান জ্বলছে।' তিনি একটি ভিডিওও শেয়ার করেছেন, যেখানে বিশাল আগুন দেখা যাচ্ছে। ওই ভিডিও ফুটেজে তেহরান শহরের উপরে ঘন ধোঁয়ার মেঘ দেখা যাচ্ছে। তবে ইজরায়েলের দাবির পর, ইরান বলেছে যে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।এর আগে, ইরানের দক্ষিণে অবস্থিত গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রে বিমান হামলা চালায় ইজরায়েল। এ ঘটনার পর গ্যাসক্ষেত্র এলাকায় ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে সেখানে।


















