Jammu and Kashmir: শপথগ্রহণের দিনই জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলায় ১০ পুণ্য়ার্থীর মৃত্য়ু, আহত অন্তত ৩৩ | ABP Ananda LIVE
প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীদের শপথ গ্রহণের দিনই জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলায় ১০ জন পুণ্য়ার্থীর মৃত্য়ু হল। আহত অন্তত ৩৩ জন। রিয়াসি জেলায় একটি পুণ্য়ার্থী বোঝাই বাসে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, শিবখড়ি মন্দির থেকে কাটরার দিকে যাচ্ছিল পুণ্য়ার্থী বোঝাই বাসটি। আচমকা বাস লক্ষ্য় করে গুলি চালাতে শুরু করে একদল জঙ্গি। নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে গেলেও, টানা গুলিবৃ্টি চালিয়ে যায় জঙ্গিরা। ঘটনার পরেই এলাকা ঘিরে সেনা। লাগোয়া জঙ্গলে চলছে চিরুনি তল্লাশি। ড্রোন উড়িয়ে জঙ্গিদের ডেরার খোঁজ পাওয়ার চেষ্টা চালানো হচ্ছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন অমিত শাহ। সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
ভোটের পরেও অব্যাহত হিংসা। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় গুলি করে খুন করা হল এক তৃণমূল কর্মীকে। গতকাল মধ্যরাতে দুই সঙ্গীর সঙ্গে মোটরবাইকে বাড়ি ফিরছিলেন ওই তৃণমূল কর্মী। অভিযোগ, মাঠের মধ্যে বাইক দাঁড় করিয়ে তৃণমূল কর্মীকে গুলিতে ঝাঁঝরা করে দেয় কয়েকজন দুষ্কৃতী। আশঙ্কাজনক অবস্থায় তৃণমূল কর্মী সনাতন ঘোষকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তৃণমূলের অভিযোগ খুনের নেপথ্যে বিজেপির হাত রয়েছে, অভিযোগ অস্বীকার বিজেপির।
![Job Seekers News: চাকরি চেয়ে ফের পথে, সল্টলেকে চপ ভেজে প্রতিবাদ TET উত্তীর্ণদের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/11/5777c5676e32086dcd6a24e885c0212d1739298059194535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Kalyan on Sitharaman : 'অর্থমন্ত্রী রাজনৈতিক পক্ষপাতদুষ্ট', সীতারামনকে পাল্টা কল্যাণের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/11/bf1a440b9ae069626eda552e6e8215111739297615994535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![WB Budget:'৩ শতাংশ DA বৃদ্ধি হতে পারে !', মমতার-সরকারের বাজেটের আগে শুভেন্দুর মুখে সম্ভাব্য তালিকা ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/11/2c3af8e2f6eb7bd8c348382916fc80a91739296889811535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Nirmala on TMC : 'দলের নামের সঙ্গে মিল রেখে তৃণমূলস্তর থেকেই দুর্নীতি !', আক্রমণে সীতারামন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/11/af3136bf5e044eb1d962b166815a2bfc1739296332395535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![WB Government Holiday :রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, চলতি সপ্তাহে টানা ৪ দিন সরকারি ছুটি !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/11/4b242cae62e8b69cc547855b6c7e60b01739295656197535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)