Chhok Bhanga 6 Ta: একের পর এক রেল দুর্ঘটনা, সংসদে চক্রধরপুরের দুর্ঘটনা নিয়ে নীরব রেলমন্ত্রী
ABP Ananda LIVE: একের পর এক রেল দুর্ঘটনা, রেলমন্ত্রীর মুখে বন্দে ভারতের বন্দনা। সংসদে চক্রধরপুরের দুর্ঘটনা নিয়ে নীরব রেলমন্ত্রী। বুলেট ট্রেনের প্রযুক্তির প্রশংসায় পঞ্চমুখ অশ্বিনী বৈষ্ণব। 'প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় দেশীয় প্রযুক্তিতে বন্দে ভারতকে উন্নত করা হচ্ছে'। সংসদে প্রশ্নোত্তর পর্বে বললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
পর্ণশ্রীতে পুরসভার আধিকারিককে 'হেনস্থা' তৃণমূল কর্মীর। হকার উচ্ছেদ করতে গেলে পুরসভার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে 'ধাক্কা'। 'ভাঙল পুর আধিকারিকের চশমার কাচ'।তৃণমূল কর্মী অভিজিৎ মৈত্র ওরফে পিকলুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। রাতেই গ্রেফতার তৃণমূল কর্মী অভিজিৎ মৈত্র ওরফে পিকলু। কর্তব্যরত সরকারি কর্মীকে মারধর, কাজে বাধাদান সহ একাধিক ধারায় মামলা। ১০ দিন আগেই কুলপিতে পঞ্চায়েত অফিসে ঢুকে সচিবকে মারধর করেন তৃণমূল নেতা।
দুর্গাপুজোয় সরকারি অনুদান নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলায় নতুন আবেদন। 'মানুষের করের টাকায় দেওয়া অনুদান আদৌ কোর্টের গাইডলাইন মেনে খরচ হচ্ছে?''পুজো অনুদানের টাকা কীভাবে খরচ করছে ক্লাবগুলি? খতিয়ে দেখুক কোর্ট'। প্রয়োজনে উপযুক্ত সংস্থাকে দিয়ে তদন্তের নির্দেশ দিন, আবেদন মামলাকারীর। বিচারাধীন জনস্বার্থ মামলায় নতুন আবেদন মামলাকারী সৌরভ দত্তর। আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভবনা