Kashmir Incident: নিশিকান্ত দুবের পর বিস্ফোরক জম্মু-কাশ্মীরের প্রাক্তন DGP | ABP Ananda Live
ABP Ananda Live: "বেশিদিন নেই, ভেঙে চার টুকরো হবে পাকিস্তান !" বিস্ফোরক দাবি। আর বেশিদিন নয়, চার টুকরো হওয়ার অপেক্ষায় পাকিস্তান? নিশিকান্ত দুবের পর বিস্ফোরক জম্মু-কাশ্মীরের প্রাক্তন DGP । 'বালুচিস্তানে বিপর্যস্ত পাকিস্তান, পাক সেনার হাল বেহাল' 'ভারতের সঙ্গে যুদ্ধ হলেই স্বাধীন হয়ে যাবে বালুচিস্তান'। 'সিন্ধ, বালুচিস্তান, খাইবার পাখতুন পাকিস্তান থেকে আলাদা হয়ে যাবে'। পাকিস্তানে ভাঙন নিয়ে বিস্ফোরক দাবি জম্মু-কাশ্মীরের প্রাক্তন DGP-র।
পাকিস্তানের বিরুদ্ধে সেনাবাহিনীকে 'পূর্ণ স্বাধীনতা' প্রধানমন্ত্রীর ! কখন, কোথায়, কীভাবে হামলা?
পাকিস্তানের বিরুদ্ধে সেনাবাহিনীকে 'পূর্ণ স্বাধীনতা' দিয়ে দিলেন প্রধানমন্ত্রী মোদি। কখন, কোথায় কীভাবে হামলা? ঠিক করতে সেনাবাহিনীকে 'পূর্ণ স্বাধীনতা' দিয়েছেন তিনি। মিশনের জন্য তৈরি সেনাবাহিনী, কীভাবে পাকিস্তানকে প্রত্যাঘাত, তা নিয়ে জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী মোদি।এদিন প্রতিরক্ষামন্ত্রী, NSA, CDS, ৩ বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদি। প্রধানমন্ত্রীর বাসভবনে ওই জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন রাজনাথ, দোভাল, অনিল চৌহান। কাশ্মীর হামলার পর, কীভাবে পাকিস্তানকে জবাব দেওয়া যায়, সেই গুরুত্বপূর্ণ রোডম্যাপ তৈরি নিয়ে আলোচনা সারেন তিনি।


















