Kashmir Incident: ফুলে-ফেঁপে উঠছিল অর্থনীতি, পর্যটকদের ভীত-সন্ত্রস্ত করে কাশ্মীরের থেকে মুখ ফিরিয়ে নিতেই এই হামলা?
ABP Ananda Live: হু-হু করে বাড়ছিল দেশি-বিদেশি পর্যটকের সংখ্য়া। ভরসা ফিরে পাচ্ছিলেন ভূস্বর্গের বাসিন্দারা। ফুলে-ফেঁপে উঠছিল অর্থনীতি। বিশেষজ্ঞদের মতে, এতেই সিঁদুরে মেঘ দেখছিল সন্ত্রাসের কারবারিরা। সে কারণেই কাশ্মীরের কোমরে আঘাত করল তারা। পরিসংখ্য়ান বলছে, গত কয়েক বছরে হু হু করে বাড়ছিল কাশ্মীরে পর্যটকের সংখ্য়া। জম্মু কাশ্মীর সরকার সরকার সূত্রে খবর, ২০২১ সালে পর্যটকের সংখ্য়া ছিল ১ কোটি ১৩ লক্ষ। ২০২২ সালে তা বেড়ে হয় ১ কোটি ৮৯ লক্ষ । ২০২৩ সালে তা আরও বেড়ে হয় ২ কোটি ১১ লক্ষ । ২০২৪ সালে ছিল ২ কোটি ৩৫ লক্ষ । এই পর্যটকদের ভীত-সন্ত্রস্ত করে কাশ্মীরের থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য় করাই জঙ্গিদের অন্য়তম প্রধান লক্ষ্য়।
পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা বিতান-সমীর, বুধবার রাতেই সম্পন্ন হল শেষকৃত্য
চোখের সামনেই জঙ্গিরা গুলি করে মেরেছে স্বামীকে। সেই ভয়ঙ্কর দৃশ্য যেন এখনও তাড়া করে বেড়াচ্ছে। একরাশ আতঙ্ক আর স্বামীর কফিনবন্দি নিথর দেহ নিয়ে বুধবার কলকাতায় ফিরলেন সোহিনী অধিকারী, শবরী গুহরা। বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান অধিকারী কর্মসূত্রে ফ্লোরিডায় থাকতেন। দেশে ফিরে পরিবারকে নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন কাশ্মীরে। সেখানেই সাড়ে তিন বছরের ছেলে আর স্ত্রীর চোখের সামনে জঙ্গিরা খুন করে বিতান অধিকারীকে। বুধবার বিতানের মৃতদেহ নিয়ে কলকাতায় ফেরেন তাঁর স্ত্রী। বিমানবন্দরে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালরা। নিহত বিতান অধিকারীর পরিবারকে সাহায্যের আশ্বাসও দেন বিরোধী দলনেতা। এয়ারপোর্ট থেকে বিতান অধিকারীর মৃতদেহ সঙ্গে নিয়ে বৈষ্ণবঘাটার বাড়িতে পৌঁছন মন্ত্রী ও তৃণমূল বিধায়ক অরূপ বিশ্বাস। হাজির ছিলেন কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, সিপিএম নেতা সুজন চক্রবর্তীরা।
পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে বেহালার সখেরবাজারের বাসিন্দা সমীর গুহরও। স্ত্রী ও ১৭ বছরের মেয়েকে নিয়ে গেছিলেন কাশ্মীরে ঘুরতে। বুধবারই ফেরার কথা ছিল। ফিরলেনও। কিন্তু কফিনবন্দি হয়ে। ক'দিন আগে যে মানুষগুলো আনন্দ করতে করতে, পরিবারকে নিয়ে বেড়াতে গেছিল, আজ কলকাতায় এল তাঁদের প্রাণহীন শরীর। জঙ্গিদের গুলিতে নিহত বিতান অধিকারী এবং সমীর গুহর শেষকৃত্য় সম্পন্ন হল বুধবার রাতেই।

















