Pahalgam News: পহেলগাঁওকাণ্ডে উদ্ধারে ঝাঁপিয়ে পড়েছিলেন স্থানীয়রা,বাঁচানোর চেষ্টা করেছেন পর্যটকদের
ABP Ananda Live: মঙ্গলবার পহেলগাঁওতে যখন হামলা হয়, তখন নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ উঠলেও, সঙ্গে সঙ্গে উদ্ধারে ঝাঁপিয়ে পড়েছিলেন, স্থানীয় টাট্টু ঘোড়াওয়ালাদের অনেকেই। যে যেভাবে পেরেছেন, বাঁচানোর চেষ্টা করেছেন পর্যটকদের। কিন্তু তাতেও চলে গেছে এতগুলো প্রাণ। স্বজনহারানোর যন্ত্রণায় তাঁরাও এখন বাকরুদ্ধ।
পহেলগাঁওয়ের ঘটনায় জঙ্গিদের সমর্থন করে মন্তব্য ! অসমে গ্রেফতার AIUDF বিধায়ক আমিনুল
পহেলগাঁওয়ে জঙ্গি হানা। প্রতিশোধের আগুন ফুঁসছে গোটা দেশ। এরইমধ্যে বিতর্কিত মন্তব্যের অভিযোগে গ্রেফতার অসমের বিধায়ক। অসম পুলিশ জানিয়েছে, AIUDF বিধায়ক আমিনুল ইসলামের মন্তব্যের জেরেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। অসমের পুলিশ অফিসার স্বপ্নীল দেকা বলেন, "সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে শোনা যায়, পহেলগাঁওয়ের ঘটনা নিয়ে ভুল মন্তব্য করছেন তিনি। জঙ্গিদের কার্যকলাপকে সমর্থন করেন তিনি। এই ভিডিও-র প্রেক্ষিতে মামলা দায়ের করেছি এবং তাঁকে গ্রেফতার করেছি। আগামীকাল তাঁকে আদালতে পেশ করা হবে।''


















