Kashmir News: পহেলগাঁওয়ে জঙ্গি হানায় এনআইএ-র প্রাথমিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য
ABP Ananda Live: পহেলগাঁওয়ে জঙ্গি হানায় এনআইএ-র প্রাথমিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। আইএসআই-এর মদতে লস্কর-ই-তৈবার সদর দফতরে পহেলগাঁও হামলার ছক, এনআইএ সূত্রে খবর। পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা, আইএসআই ও পাকিস্তান সেনা ষড়যন্ত্র করে হামলা চালায়, এনআইএ সূত্রে খবর। পাকিস্তানের নির্দেশেই হামলা, এনআইএ সূত্রে খবর। বেতাব ভ্যালিতে পহেলগাঁও হামলার অস্ত্র লুকিয়ে রেখেছিল জঙ্গিরা, এনআইএ সূত্রে খবর। পহেলগাঁও হামলার অস্ত্র লুকনো ছিল বেতাব ভ্যালিতে। NIA তদন্তের প্রাথমিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। হামলার পিছনে ওভারগ্রাউন্ড ওয়ার্কার্সদের ভূমিকার উল্লেখ রিপোর্টে। OGW-র বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক পদক্ষেপের প্রস্তুতি শুরু। ওভারগ্রাউন্ড ওয়ার্কার্সরা কাদের সঙ্গে যোগাযোগ রাখতেন, তাদের তালিকাও তৈরি। এলাকার থ্রি ডি ম্যাপিং ও ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে। হামলাকারীরা পাক অধিকৃত কাশ্মীরে হ্যান্ডলারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছিল। NIA-র DG প্রাথমিক তদন্ত রিপোর্ট তুলে দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের হাতে।


















