Kashmir News: ভূস্বর্গে বেড়াতে গিয়ে আর ফেরা হল না বিতানের, চোখের সামনে স্বামীকে হত্যা
ABP Ananda Live: তাঁদের সামনেই, তাঁদের স্বামীদের হিন্দু বলে আলাদা করা হয়েছে। তাঁদের সামনেই একেবারে পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছে! সেই হামলার ভিডিও রেকর্ডিং অবধি করা হয়েছে! মঙ্গলবার দুপুরে বৈসরন ভ্য়ালির সেই হত্য়ালীলার ছবিটা ভুলতে পারছেন না সদ্য় স্বামীহারারা। ভয়াবহ সেই ঘটনা কীভাবে ঘটেছিল তারই বিবরণ দিলেন, নিহত বিতান অধিকারীর স্ত্রী-সহ তিনজন স্বজন হারানো মানুষ।
পহেলগাঁওয়ের ঘটনায় জঙ্গিদের সমর্থন করে মন্তব্য ! অসমে গ্রেফতার AIUDF বিধায়ক আমিনুল
পহেলগাঁওয়ে জঙ্গি হানা। প্রতিশোধের আগুন ফুঁসছে গোটা দেশ। এরইমধ্যে বিতর্কিত মন্তব্যের অভিযোগে গ্রেফতার অসমের বিধায়ক। অসম পুলিশ জানিয়েছে, AIUDF বিধায়ক আমিনুল ইসলামের মন্তব্যের জেরেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। অসমের পুলিশ অফিসার স্বপ্নীল দেকা বলেন, "সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে শোনা যায়, পহেলগাঁওয়ের ঘটনা নিয়ে ভুল মন্তব্য করছেন তিনি। জঙ্গিদের কার্যকলাপকে সমর্থন করেন তিনি। এই ভিডিও-র প্রেক্ষিতে মামলা দায়ের করেছি এবং তাঁকে গ্রেফতার করেছি। আগামীকাল তাঁকে আদালতে পেশ করা হবে।''


















